অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 698 বার
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘ডিবির এএসপি’ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শমশেরনগর চৌমুহনা সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক সাজু আহমদ রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজীবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুদিন যাবত সাজু আহমদ পায়েল (২৫) নামে এক যুবক ডিবির এএসপি পরিচয়ে সিএনজি-প্রাইভেট কার ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা ধার নিয়ে কৌশলে পালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় শমশেরনগর-কুলাউড়া সিএনজি স্ট্যান্ডের চালক শাহিনের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply