জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বেকেনবাওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বেকেনবাওয়ার সেই তিন কিংবদন্তিদের একজন যারা খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকায় ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

খেলোয়াড়, কোচ এবং অধিনায়ক হিসেবে তাঁর অবদান পেলে-ম্যারাডোনার মতোই এক পাল্লায় ওজন করা হয়। আশি ও নব্বই দশকে বাংলাদেশের ফুটবলমোদীদের মধ্যে পেলে ও ম্যারাডোনার পাশাপাশি তাঁর নামটাই উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি।

খেলোয়াড় ও কোচ হিসেবে পৃথিবীতে যে তিনজন ব্যক্তি বিশ্বকাপ জিতেছেন, বেকেনবাওয়ার তাঁদের একজন। দিদিয়ের দেশম ও মারিও জাগালো বাকি দুই। শুধু দেশম ও বেকেনবাওয়ারই অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ। শুধু কি তা–ই, ইউরোপের ক্লাব ফুটবলে সত্তর দশকে বায়ার্ন মিউনিখও সেরা হয়ে উঠেছিল বেকেনবাওয়ারের স্পর্শধন্য হয়ে। টানা তিনবার করে ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) ও বুন্দেসলিগা জয়ের পাশাপাশি দুবার ইউরোপের বর্ষসেরাও ‘কাইজার’

জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচ খেলা এই ফুটবলার ১৯৭৪ বিশ্বকাপে তৎকালীন পশ্চিম জার্মানিকে নেতৃত্ব দিয়ে শিরোপা ঘরে তুলতে মুখ্য ভূমিকা রাখেন। ১৬ বছর পর ইতালি জাতীয় দলের কোচ হিসেবে জেতেন ফিফা বিশ্বকাপ ট্রফি।