অপরাধ সংবাদ | তারিখঃ মে ৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 729 বার
রাজধানীতে টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আইনুল ইসলাম। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল র্যাব রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ১২০ লিটার তেল জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি টিসিবির ন্যায্যমূল্যের তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সিরাজ এন্টারপ্রাইজ নামে এক ডিলার টিসিবি থেকে শুক্রবার ৬ হাজার লিটার তেল সংগ্রহ করে। এসব তেল ট্রাক সেলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রির কথা ছিল। কিন্তু ডিলার এসব সয়াবিন তেল কালোবাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিষয়টি জানতে পেরে অভিযানে নামে। পরে ১২০ লিটার সয়াবিন তেলসহ ডিলার আইনুলকে গ্রেফতার করা হয়।
খোজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য লাইসেন্সটি ছিল সিরাজুল ইসলামের নামে। তিনি মারা যাওয়ার পর তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আইনুল সেই লাইসেন্সে ব্যবসা করছেন। সরকারি বিভিন্ন পণ্য ট্রাক সেলে বিক্রি করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করত না। বেশি লাভের আশায় এসব পণ্য কালোবাজারে বিক্রি করত।
Leave a Reply