জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 448 বার
পুলিশ বিভাগের আলোচিত কর্মকর্তা এসপি মোহাম্মদ হারুন অর রশিদকে যোগদানের ১১ মাসের মাথায় নারায়ণগঞ্জ থেকে সরিয়ে দেয়া হলো।
আজ রোববার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে পুলিশ সদর দফতরে বদিল করা হয়। তার নতুন দায়িত্ব পুলিশ সুপার (টিআর)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের স্বারক নং ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৯.১৭৩০ এর মাধ্যমে জানানো হয়, মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম(বার) পিপিএম(বার) পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা থেকে বদলিকৃতস্থান পুলিশ সুপার (টিআর) পুলিশ সদর দফতর ঢাকা।
২০১৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ হারুন অর রশিদ। যোগদানের পর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করে নতুনভাবে আলোচনায় আসেন তিনি।
বিশেষ করে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের আলোচিত এমপি একে এম শামীম ওসমানের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুইজনই একে অপরের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে দেশব্যাপী আলাচিত হন। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন।
সবশেষ গত শনিবার ভোর রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের পুত্র বিসিবির সাবেক পরিচালক ও গুলশান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলের ব্যবহৃত গাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার এবং চালক সুমনকে গ্রেফতার করে। একই সময়ে শিল্পপতি এম এ হাশেমের পুত্রবধূ ও নাতীকে আটক করে।
পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ে এসে এদের ছাড়িয়ে নেন এম এ হাশেম। এঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় শওকত আজিজ রাসেলকে প্রধান আসামি করা হয়। এঘটনায় ২৪ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে নেয়া হয় এসপি হারুনকে।
২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকে হরতাল চলাকালে সংসদ ভবন এলাকায় বিএনপির সাংসদ এবং তৎকালীন চিফ হুহপ জয়নাল আবেদীন ফারুককে প্রকাশে মারধর করে আলোচনায় আসেন এসপি হারুন। এর পর বিদেশে বিপুল পরিমান অর্থ পাচারের অভিযোগে আলোচনা চলে তাকে নিয়ে।
এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করেন। দুই দফা মিলিয়ে ৪ বছর গাজীপুরে ছিলেন তিনি।
এসপি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করে
Leave a Reply