জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 382 বার
রাজধানীর বিমান বন্দর সড়কে বাসচাপায় রমিজ উদিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগ এবং ঘাতক চালকের ফাঁসিসহ নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে যাত্রীবাহী বাস চলছে না। শিক্ষার্থীদের যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছে বাস মালিক সমিতি।
রাজধানী ঢাকা শহরের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধের পাশাপাশি, বন্ধ রয়েছে দূরপাল্লা ও বিভিন্ন আন্তঃজেলা রুটের বাসও। ফলে অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
আজ শনিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটের চলছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সঙ্কট দেখা গেছে। তবে কয়েকটি পয়েন্টে বিআরটিসির বাস চললেও সেগুলোতে একরকম যুদ্ধ করেই উঠতে হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকাল সোয়া ৯টা পর্যন্ত মিরপুর রোড, রোকেয়া সরণি, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোডে কোনো গণপরিবহন দেখা যায়নি।
এ ছাড়া দোলাইরপাড়, যাত্রাবাড়ি, গুলিস্তান, কাকরাইল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় অফিস সময়ে অন্যান্য দিন যেখানে যানজট লেগে থাকে। সেখানে কোনো গণপরিবহন চোখে পড়েনি।
Leave a Reply