অন্যান্য, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ, রাজনীতি | তারিখঃ মে ১৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 709 বার
আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৭ হাজার ৯৪৬ ভোটে পরাজিত করেছেন তালুকদার আবদুল খালেক । তবে আনুষ্ঠানিকভাবে তাঁর এই বিজয় ঘোষণা করা হয়নি। রাত ১০টা পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।এবার এর খুলনা সিটি করপোরেশনে ২৮৯টি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলো ৫ লাখ ভোটার। এর মধ্যে ২৮৬টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকা প্রতীকে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। অনিয়মের অভিযোগে ৩টি ভোট কেন্দ্রে বন্ধ হয়ে যায়। বাকি ভোটকেন্দ্রগুলোতে ভোটপ্রদান করে প্রায় ৭০ শতাংশ ভোটার।খুলনা সিটি নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন।
Leave a Reply