ঠাকুরগাঁওয় সদর উপজেলার খোঁচাবাড়ী নামক এলাকায় নৈশ্যকোচ ও গেটলক বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও কমপক্ষে ২০ আহত হয়েছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টার প্রাইজ ও বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী গেটলক বাস নিশাত এন্টার প্রাইজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ জিয়াবাড়ি এলাকার মোস্থফা কামাল (৪০) ও তার স্ত্রী মনসুরা বেগম (৩৬), একই উপজেলার সনগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহিম (৩৯), লাহিড়ি বাজার এলাকার অনিল সাহার স্ত্রী স্বরশতী সাহা (৩৫), একই এলাকার ক্ষিতিশ চন্দ্র (৪২), দিনাজপুরের কাহারোল রসুলপুর গ্রামের গলিয়া রায়ের স্ত্রী মঙ্গলি রাণী (৬৬) ও মনেশ্বর রায়ের স্ত্রী জবা রাণী (২৬) এবং সদর উপজেলা পল্লিবিদ্যুৎ লক্ষিপুর গ্রামের শেখ ইসা মুহাম্মদের ছেলে আব্দুল মজিদ।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। এ সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুর অভিমুখী নিশাত এন্টারপ্রাইজের বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

তাদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনাস্থল থেকে আহত ২১ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।