অর্থনীতি | তারিখঃ আগস্ট ১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 846 বার
রাজধানীতে চালু হয়েছে নতুন সুপার শপ। ‘একটি নির্ভরযোগ্য বাজার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার থেকে যাত্রা শুরু করলো নতুন সুপারস্টোর চেইন আস্থা শপিং ভিলেজ।
মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে আস্থার সর্বপ্রথম স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানে আস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অবসরপ্রাপ্ত)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আস্থা শপিং ভিলেজে থাকবে সব ধরণের নিত্যপণ্যের সমাহার। মুদি সামগ্রী থেকে শুরু করে সৌন্দর্যসম্ভার এবং গৃহস্থালি প্রয়োজনের পণ্যসহ ৫৪টির বেশি পণ্য শ্রেণীর সমারোহ থাকবে আস্থা সুপার ভিলেজে।
অন্যান্য সুপারস্টোর থেকে আস্থা যে দিকটি দিয়ে ব্যতিক্রম তা হলো আস্থা সুপার ভিলেজ সকল পণ্য সংগ্রহের ক্ষেত্রে নৈতিক উপায় অবলম্বন করে।
কৃষক, খামারী এবং সকল সরবরাহকারীদের কাছ থেকে আস্থা ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করে থাকে। এছাড়াও কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে আস্থা শতভাগ নৈতিক পন্থা অবলম্বন করে থাকে।
Leave a Reply