রাজনীতি | তারিখঃ জুলাই ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 742 বার
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেঙ্গু নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রী ও মেয়রদের পদত্যাগ দাবি করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু সারা দে্শে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সরকার এই ডেঙ্গু সংকটাকে লেজে গোবরে করে ফেলেছে। অর্থা্ৎ একদিকে সিটি করপোরেশনের মেয়রা তাদের কথা বলছেন, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কখনো তাকে এটা গুজব বলে উড়িয়ে দিচ্ছে, কখনো তারা বলছে যে, তারা যথাসাধ্য চেষ্টা করছে যে তারা পেরে উঠছে না, এটা সরকারের দায়িত্ব।
রংপুর উপ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে প্রার্থী মনোনয়ন ঠিক করতে স্থায়ী কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছে।
বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যা পরবর্তি পূর্ণবাসনে কৃষকদের বীজ, সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবারহ, বণ্যা কবলিত এলাকায় কৃষকদের কৃষি ঋণ পুরোপুরি মওকুফের জন্য সরকারের কাছে স্থায়ী কমিটি দাবি জানিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব
Leave a Reply