বিদেশ | তারিখঃ জুলাই ২৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 415 বার
‘নেভি ডে’ উপলক্ষে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা। রবিবার ‘নেভি ডে’ উপলক্ষে কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস।
দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য।
রাশিয়ার জাতীয় দিবসগুলোর অন্যতম ‘নেভি ডে’। এটি প্রতিবছর জুলাইয়ের শেষ রবিবার উদযাপিত হয়। রুশ নৌ-বাহিনীর রয়েছে তিন শতাব্দীর গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৩৯ সাল থেকে বাহিনীর অর্জন ও শক্তিমত্তাকে সম্মান জানাতেই দেশটি এ দিবস পালন করে আসছে।
Leave a Reply