আগামী অর্থবছরের বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯-২০ অর্থবছরে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৪৩ কোটি টাকা। ব্যয় ধরেছে ১৮৮ কোটি টাকা। অর্থাৎ উদ্বৃত্ত থাকবে ৫৫ কোটি টাকা।

শনিবার আনুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আগামী অর্থবছরের বাজেট অনুমোদন দিয়েছি। ২০১৯-২০ সালের জন্য আয় নির্ধারণ করা হয়েছে ২৪৩.৬১ কোটি টাকা। ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি টাকা। অর্থাৎ উদ্বৃত্ত থাকবে ৫৫ কোটি টাকা।

বিসিবি সভাপতি বলেন, আমরা আয়ের চেয়ে ব্যয় কম করছি। এ কারণে বেশ উদ্বৃত্ত থাকবে। প্রায় ৫৫ কোটি টাকা বেঁচে যাবে।