প্রবাস | তারিখঃ জুলাই ২৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 29154 বার
সদ্য দায়িত্ব নেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, প্রায় পাঁচ লাখ বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের বৈধতা দেয়ার বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। অনেকেই এখানে দীর্ঘদিন দিন ধরে বসবাস করে আসছেন। তারা এখানেই কাজ করছেন। এমনকি ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। তাদেরকে কিভাবে বৈধতা দেয়া যায় সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
Leave a Reply