জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ২০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 628 বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে ঝুকিপূর্ন ভবনে। ভবনটির ৪টি রুমের মধ্যে ৩ টি রুমই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। ভবনটির ইট, সুরকি, পলেস্তারা ধসে পড়ে প্রায় সময় আহত হচ্ছেন অনেকে। প্রতিদিন শত শত মানুষ আতঙ্ক নিয়েই ঝুকিপূর্ন এই ভবনে তাদের রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন করছে।
জানা গেছে, ১৯৮৩ সালে নির্মিত বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস ভবনটি অনেকটা জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতি নিয়ত ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ছে। প্রায় সময় ঘটছে দূর্ঘটনা। উপরের ছাদের ফলেস্তারা ধসে পড়ায় সামান্য বৃষ্টিতেই ভবনের ভেতর পানি ডুকে যায়। এতে সাধরণ মানুষের গুরুত্বপূর্ন দলিল পত্রাদি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। ঝুকিপুর্ন ভবনেই প্রতি দিন জমিন রেজিষ্ট্রি কার্যক্রম চলছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ভবনটি ঝুকিপূর্ন উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের ডিও লেটারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে আতঙ্কে দিন কাটে রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ভূমি রেজিষ্ট্রি করতে আসা সাধারণ মানুষ। ভবনের পলেস্তারা ধসে পড়ে অনেকে আহত হয়েছেন আর অনেকে আতঙ্ক নিয়েই অফিস করছেন।
অফিসের একাধিক নকল নসিব জানান, আমরা যে রুমে কাজ করি সেই রুমটি অনেকটাই ঝুকি পূর্ন। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রার মো: আবু হেনা মোস্তফা কামাল জানান, এমপি সাহেবের ডিও লেটারের পর কর্তৃপক্ষ অফিসটি পরিদর্শন করে গেছেন। আশা করি দ্রুত কাজ শুরু হবে।
বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা জানান, বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস ভবনটি কমপ্লেক্স করার ব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply