বিদেশ | তারিখঃ মে ৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 864 বার
সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে প্রেসিডেন্ট পদে শপথ নেন ভ্লাদিমির পুতিন। এই নিয়ে চতুর্থবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হলেন তিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শাসক লৌহমানব জোসেফ স্তালিনের পর পুতিনই দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন রাশিয়ায়। এবারের মেয়াদ পূর্ণ হলে ২৪ বছর প্রেসিডেন্ট পদে আসীন থাকবেন তিনি।
২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করলে কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত হন ভ্লাদিমির পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুর্নিবাচিত হন তিনি। ফের ক্ষমতা আসেন ২০১২ সালে।
শপথ অনুষ্ঠানে তাকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, আমার কাঁধে যে প্রকাণ্ড দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষ বিন্দু অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব। এদিন পুতিনের শপথ গ্রহনকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক।
Leave a Reply