নোবেল শখ জুটিকে আবার এক ফ্রেমে দেখা যাবে । আসন্ন ঈদে ‘অহংকার’ নাটকে অভিনয় করছেন এই জুটি। দীর্ঘ তিন বছর পর জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা নোবেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সর্বশেষ তারা ২০১৬ সালের ঈদে ‘দ্যা হিরো’ নাটকে অভিনয় করেছিলেন তারা।

নাটকে একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জিএমের ভূমিকায় নোবেল এবং শখ একজন করপোরেট কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন বলে জানান নির্মাতা শেখ সেলিম। বাস্তব ঘটনা থেকে এই নাটক নির্মাণ হচ্ছে বলেও জানান তিনি।

সাব্বির চৌধুরীর গল্পে ‌এর চিত্রনাট্য করেছেন রিয়াজুল আলম শাওন। পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

নাটকটি সম্পর্কে নোবেল বলেন, ‘গল্পটা সাধারণ হলেও দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সব সময়ই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।’

শখ বলেন, ‘নোবেল ভাইয়া অনেক আন্তরিক সহশিল্পী। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি।’

প্রযোজক সাব্বির চৌধুরী বলেন, ‘নোবেল ও শখ দু’জনই আমার প্রিয় শিল্পী। ঈদে দর্শকের এই নাটকটি বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা শেখ সেলিম বলেন, ‘দর্শকের পছন্দের কথা ভেবেই নোবেল ও শখকে নিয়ে নাটক নির্মাণ করছি। আজ উত্তরায় শুটিং শুরু করছি। আর একদিন কাজ করলেই নাটকের শুটিং শেষ হয়ে যাবে।’

নাটকটিতে একটি গানও রয়েছে। গানটি লেখার পাশাপাশি এর সুর ও কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নোমান এবং সংগীতায়োজন করেছেন তাহসিন আহমেদ।