জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 523 বার
আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সরকার গণকবর সংরক্ষণের কাজ শুরু করেছে। যেখানে গণকবর আছে, সেখানেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।’
গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মিত্রবাহিনীর শহীদদের সম্মানে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এস আরিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ প্রমুখ। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। যুদ্ধাপরাধীদের সন্তান আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কোথাও এমন কেউ থাকে, তাহলে তাকে বহিষ্কার করা হবে।’
Leave a Reply