জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 478 বার
পুলিশের গাড়ি রিকুইজিশনের বিধান বাতিল চেয়ে আট বছর আগে করা রিট মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ চার আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। চার আইনজীবী হলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানির ধারাবাহিকতায় গতকাল ওই আদেশ দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশতাক হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৭৬-এর ১০৩(ক) ধারার অধীনে পুলিশ যেকোনো গাড়ি রিকুইজিশন করতে পারে। এই বিধান চ্যালেঞ্জ করে এবং তা বাতিল চেয়ে ২০১০ সালে রিট আবেদন করা হয়েছিল। আদালত প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২৩ মে রুল জারি করেছিলেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন নির্দেশনাও জারি করা হয়েছিল।
Leave a Reply