অন্যান্য, অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ মে ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 989 বার
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবা বড়িসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন তথ্যের ভিত্তিতে শিমুলিয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি পুলিশ । অভিযানে ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায় এবং বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে পাওয়া যায় ১০ লাখ ইয়াবা বড়ি।
নগর ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ থেকে ট্রলারে করে ইয়াবা বড়ির চালান এনে তা বিক্রির জন্য বাসায় মজুত করা হয়েছিল। গ্রেওফতারকৃতদেরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply