জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 343 বার
বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় ব্যাবসা কেন্দ্র চৌমুহনী শহরের অত্যন্ত গরুত্বপূর্ণ সড়ক কলেজ রোড দিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী প্রত্যহ যাতায়াত করে। ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ দৈনিক যাতায়াত করে থাকে। কিন্তু সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির অবস্থা করুন হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ করার ব্যাপারে নজর দিচ্ছে না। এতে ছাত্রছাত্রী ও জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের অধীন এ সড়কটি চৌমুহনী শহরের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত হয়ে হয়ে উত্তর দিকে চৌমুহনী সরকারি কলেজের পাশ দিয়ে ১২ কিলোমিটার দূরে সোনাইমুড়ী- ছাতারপাইয়া নামক স্থানে সোনাইমুড়ী- সেনবাগ সড়কের সঙ্গে মিলিত হয়েছে। এ সড়কের পাশে চৌমুহনী সরকারি এস এ কলেজ, মদন মোহন উচ্চ বিদ্যালয়, গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া বেগমগঞ্জের উত্তরাঞ্চল, সোনাইমুড়ীর পূর্বাঞ্চল ও সেনবাগের পশ্চিম উত্তরাঞ্চলের জনগনের চৌমুহনী শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি। এই সড়কের চৌমুহনী শহর অংশের অবস্থা এতই ভাঙাচুরা ও কর্দমাক্ত যে চলাচলের কোন অবস্থা নেই। ফলে কয়েক হাজার ছাত্রছাত্রী প্রত্যহ সীমাহীন দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালীস্থ উপ সহকারী প্রকৌশলী আবদুল হান্নানের সঙ্গে যোগরযোগ করলে তিনি জানান, সড়কটিতে কাজ করার জন্য ২৭ কোটি টাকার দরপত্র গ্রহণ করে কার্যাদেশ প্রদান করা হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ করতে দেরি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুত কাজ আরম্ভ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক ভাঙ্গা ও কর্দমাক্ত। কিন্তু রাস্তা থেকে কাদা ও পানি সরানোর কোন ব্যবস্থা নেই। তাাছাড়া রাস্তার কাজ আরম্ভ করলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিরাট ক্ষতির সম্মুখীন হবে। কোন প্রকার মালবাহী ট্রাক পিকআপ এবং যানবাহন চলাচল করতে পারবে না। সেজন্য কাজ করতে দেরি করতে হচ্ছে।
Leave a Reply