বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চাইছে হুয়াওয়ে। এরই অংশ হিসেবে ওএস ‘হংমেং’-এর উন্নয়ন চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। হংমেং ওএসে অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে বলে দাবি করেছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। ফরাসি ম্যাগাজিন লি পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

রেন ঝেংফেই দাবি করেন, হুয়াওয়ের হংমেং ওএস অ্যান্ড্রয়েডের বিকল্পের চেয়ে বেশি কিছু হবে। হংমেং শুধু স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসেই নয়, রাউটার, ডাটা সেন্টার ও প্রিন্টেড সার্কিট বোর্ডে কাজ করবে। পাশাপাশি স্বচালিত গাড়ি ও অটোনোমাস যানবাহনে কাজ করবে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের হংমেং ওএস অ্যান্ড্রয়েডের চেয়ে ৬০ শতাংশ দ্রুতগতির হবে। শুধু তা-ই নয়, এটি অ্যাপলের ম্যাকওএসের চেয়েও দ্রুত কাজ করবে। হংমেং হুয়াওয়ের মেট ৩০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে উন্মোচন করা হতে পারে।