খেলাধুলা | তারিখঃ মে ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 789 বার
ইংল্যান্ড ৫ বছর পর ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো । ভারতকে পেছনে ফেলে ১২৫ পয়েন্ট নিয়ে এ তালিকার প্রথম স্থানটি দখল করে নিয়েছে জো রুটরা। ২০১৩ জানুয়ারিতে শেষবার ইংলিশরা শীর্ষে উঠেছিল। অন্যদিকে, ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে ভারত।
নতুন র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা দুই থেকে নেমে গেছে তিনে, তাদের পয়েন্ট ১১৩। নিউজিল্যান্ড ১১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরেই রয়ে গেছে। ১০৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে অস্ট্রেলিয়া। আর পাকিস্তান আছে ছয়ে, তাদের পয়েন্ট ১০২।
এরপরই আছে বাংলাদেশ। ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে টাইগাররা। ৭৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা, ৬৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ৬৩ পয়েন্ট নিয়ে আফগানিস্থানের অবস্থান যথাক্রমে অষ্টম, নবম ও দশম।
এছাড়া জিম্বাবুয়ে ৫৫ পয়েন্ট নিয়ে এগারো ও আয়ারল্যান্ড ৩৮ পয়েন্ট নিয়ে বারো নম্বরে আছে।
Leave a Reply