জেলা সংবাদ | তারিখঃ জুলাই ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1077 বার
সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে দাগনভূইয়া উপজেলার দরবেশেরহাট থেকে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলেন, চক্রের প্রধান হোতা নর্দা গ্রামের আবু সুফিয়ানের পুত্র সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় (২০) তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের পুত্র ইউনুস (২৪) ও তারেক টেলিকমের মালিক কুশল্লা গ্রামের আবদুর রশিদের পুত্র আজাদ (২৫)। সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের তত্বাবধানে থানার এসআই জসিম ও এএসাই জালাল মঙ্গলবার দিনভর ও রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে হৃদয়কে গ্রেফতার করেন। তার দেয়া তথ্যে তারেক টেলিকমে অভিযান চালিয়ে পুলিশ চোরাই ৮ টি মোবাইল সেট উদ্ধার করেন।
পুলিশ জানায়, গত ৭ই জুন সেনবাগ পৌরশহরের মা টেলিকমের টিন কেটে মোবাইলসেটসিম,মেমোরীকার্ড সহ ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় হৃদয় সহ গ্রুপটি জড়িত রয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদে হৃদয় ও তার সহযোগী ইউনুসের স্বীকারোক্তিতে দরবেশেরহাট তারেক টেলিকম থেকে ৮ মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মা টেলিকমের মোজাম্মেল বাদী হয়ে সেনবাগ থানায় মামলা নং ৩ দায়ের করেছেন।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ৩ জনকে গ্রেফতার ও চোরাই মোবাইল সেট উদ্ধারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্র-তৃনমূল বার্তা
Leave a Reply