অন্যান্য, অপরাধ সংবাদ, কৃষি কথা, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ, রাজনীতি | তারিখঃ মে ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 595 বার
রাঙ্জামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহসভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্রৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় তার সহকারী রুপম চাকমা (৩৫) আহত হয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএনলারমা) সহসম্পাদক প্রশান্ত চাকমা জানান, সকালে তিনি অফিসে যাওয়ার পথে ইউপিডিএফ’র লোকজন মোটরসাইকেলে এসে ব্রাশফায়ার করে। এসময় তার সহকারী রুপম চাকমা আহত হয়েছেন। এ ঘটনায় তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।
তবে ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সাথে ইউপিডিএফ’র কোনো সম্পৃক্ততা নেই।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য নিহত শক্তিমান চাকমা জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। কয়েক বছর আগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ভেঙে এ দলের সৃষ্টি হয়।
Leave a Reply