জাতীয় স্বদেশ, জেলা সংবাদ, রাজনীতি | তারিখঃ মে ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 620 বার
বিএনপি’র দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
আজ সকাল সাড়ে ৮টার দিকে খুলনা শহরের মিয়া পাড়া রোডে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।নজরুল ইসলাম মঞ্জু বলেন, বুধবার রাতে দলের মহানগর প্রচার সম্পাদক আছাদুজ্জামান মুরাদ ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুসহ ১৯জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। অথচ তাদের কারো বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই।
তিনি বলেন, আগামী ১৫ মে সিটি নির্বাচন সামনে রেখে বিএনপিকে মাঠ থেকে সরাতেই এ গ্রেফতার। তাই গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি না দেওয়া এবং পুলিশের অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে।
বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়ারনি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিএনপির এই সিটি মেয়র প্রার্থী।রিটার্নিং কর্মকর্থা ইউনুস আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply