জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 408 বার
সাতক্ষীরার ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কিশোর শাহিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহিনকে দেখতে যান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
তিনি জানান, ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালানো কিশোরটির দায়দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রাত ১২টার দিকে শাহিনকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। টানা তিন ঘণ্টা ধরে অপারেশন শেষে রাত ৩টায় আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রাখা হয় তাকে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে সে।
প্রসঙ্গত শুক্রবার সাতক্ষীরায় ছিনতাইকারীরা রিকশাচালক শাহিনের রিকশা ছিনতাই করার সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ শাহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে পর দিন শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাহিনের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে।
Leave a Reply