জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 390 বার
শনিবার বিকেল পৌনে ৪টায় বসেছে পদ্মা সেতুর ১৪তম স্প্যান । এতে সেতুটি ২১০০ মিটার দৃশ্যমান হলো। ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমে থাকার কারণে নির্ধারিত দিনে স্প্যানটি বসানো সম্ভব হয়নি। এর আগে প্রথমে বৃহস্পতিবার এবং পরে শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। পিলারের কাছে পলি জমার কারণে তা সম্ভব হয়নি। পরে সার্ভে করে ড্রেজিং করার পর ‘৩-সি’ নম্বর এই স্প্যান মাওয়া প্রান্তে সেতুর ১৫-১৬ পিলারে স্থাপন করা হয়।
এর আগে বৃহস্পতিবার স্প্যানবহনকারী ক্রেনটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দিয়ে ১৫ নম্বর খুঁটির কিছু কাছে পদ্মা নোঙর করে রাখা হয়। বৃহস্পতিবার সকালে এটি রওনা হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে রওনা হয়। পরে বৃহস্পতি এবং শুক্র এই দুদিন নোঙর অবস্থায় পদ্মায় অবস্থান করে স্প্যানবাহী জাহাজটি। এছাড়া ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমে থাকার কারণে ড্রেজিং করে পলি অপসারণের পরই শনিবার দুপুরে যথাস্থানে জাহাজটি যাওয়া সম্ভব হয়।
Leave a Reply