পর্তুগালের রাজধানী ও বৃহত্তম নগরী লিসবন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দ্বারা গঠিত আধুনিক এক শহরকে ঘিরে পর্যটকদের আগহের শেষ নেই। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক পর্যটক লিসবনে ঘুরতে যান। এই যাত্রাকে আরো সহজ ও আরামদায়ক করতে ঢাকা থেকে ফ্লাইট চালু করলো কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইট লিসবন বিমানবন্দরে পৌঁছায় গত ২৪ জুন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি পৌঁছানোর পর একটি জল কামান সম্মাননা দিয়ে অভিবাদন জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করতে বাংলাদেশে পর্তুগালের কনসুল ঢাকায় পর্তুগাল হাউসে একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে পর্তুগালের রাষ্ট্রদূত কার্লোস জোসে ডি পিনহো ই মেলো পেরেইরা মার্কুইজ, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত শাখাওয়াত হোসেন ও কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জয়প্রকাশ নায়ার।সূত্র-অনলাইন