সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টনটন ক্রিকেট গ্রাউন্ডে বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে টাইগারদেরই ফেভারিট হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের কাছে বেশ কয়টি ম্যাচে হারলেও, বিশ্বকাপে জয় ছাড়া কিছুই ভাবছে না ক্যারিবিয়রা। আকারে তুলনামুল ছোট টনটন ক্রিকেট গ্রাউন্ড। এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ভেন্যুর উইকেটই ব্যাটিং বান্ধব। টনটনেও সেরকম উইকেটেই খেলতে হবে টাইগারদের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

যাদের বিপক্ষে ত্রিদেশিয় সিরিজের ফাইনাল জয়ের সুখস্মৃতি আছে মাশরাফির দলের। সেই অনুপ্রেরনাতে বিশ্বকাপের ম্যাচেও নিজের দলকে এগিয়ে রাখছেন টাইগার অধিনায়ক। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের প্রত্যাশা দলের। ইনজুরি কাটিয়ে সাকিব প্রস্তুত মাঠে নামতে। সম্ভাবনা আছে একাদশে পরিবর্তন আসার। বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উইন্ডিজরাও। গেইল, রাসেলদের ব্যাটিং দাপটের সাথে পেস বোলিং বড় শক্তি তাদের। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় প্রতিপক্ষ বৃষ্টি। তবে, আজ বৃষ্টির শঙ্কা কম।