অন্যান্য, অপরাধ সংবাদ, কৃষি কথা, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 695 বার
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ভাংচুর, আগুন দেয়া ও মালামাল চুরির অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল । রবিবার দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে ঘটনার সময় চুরি যাওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- (১) মোঃ রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), (২) মোঃ মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), (৩) মোঃ আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও (৪) আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০) । গত ১০ এপ্রিল ২০১৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহ্সান এর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত চার জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ডের ওই আদেশ দেন।তারা বর্তমানে গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে।
Leave a Reply