যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বলিউডের সুপরিচিত অভিনেতা নানা পাটেকার। পুলিশ বলছে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্ত করতে গিয়ে ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি। বিবিসি।

অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ তোলেন যে নানা পাটেকারের ২০০৮ সালে একটি চলচ্চিত্রের সেটে তাকে যৌন হয়রানি করেন। পাটেকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৮ সালে ভারতে ‘মি টু’ আন্দোলনের প্রেক্ষাপটে পাটেকারের বিরুদ্ধে অভিযোগটি আবারো সামনে আসে। অভিনেত্রী তনুশ্রী দত্ত পাটেকারের বিরুদ্ধে নতুন করে মামলা করেন।
তনুশ্রী দত্ত অভিযোগ করেন, একটি গানের ভেতরে অন্তরঙ্গ দৃশ্য অন্তর্ভুক্ত করার জন্য পাটেকার চাপ দিয়েছিলেন। যদিও তনুশ্রী দত্ত বলেন, ধরণের দৃশ্যে তিনি অস্বস্তি বোধ করেন। তনুশ্রী দত্ত বলেন, সে ঘটনার পরে তিনি অভিনয় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুনঃ কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব: প্রধানমন্ত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানানোর পর পাটেকার তাকে হুমকি দিয়েছিলেন বলে তনুশ্রী দত্ত অভিযোগ করেন। সে সময় তার বয়স ছিল ২৪ বছর।