জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ জুন ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 2105 বার
মাইজদী বাজার থেকে ছয়ানি একটি গুরুত্বপূর্ণ রাস্তা যা দিয়ে চন্দ্রগঞ্জ- লক্ষীপুরের মানুষ যাতায়াত করে বর্তমান সরকার এই রাস্তার গুরুত্ব অনুধাবন করে রাস্তাটির প্রশস্তকরন কাজ হাতে নিয়েছে,, রাস্তাটির উত্তরপাশ ঘেষে রয়েছে শত বছরের পুরোনো খাল জনশ্রুতি আছে যখন রাস্তাঘাট ছিলো না তখন এই অঞ্চলের কৃষিপণ্য এবং যাতায়াতের একমাএ মাধ্যম ছিলো এই রাজগঞ্জ – ছয়ানি খাল।
এই খালের গুরুত্ব এতো বেশি ছিলো যে যোগাযোগব্যবস্থার কারনে এখানে কৃষিজাত পন্যের বড় বাজার সৃষ্টি হয় যা,
রাজগঞ্জ নামে নামকরন হয়। লক্ষীপুর,চৌমুহনী থেকে বড় বড় মাল বহনকারী নৌকা এবং সাম্পান নামে পরিচিত বিশেষ যাএীবাহী জলযান চলাচল করতো এই খাল দিয়ে। কালের পরিক্রমায় সেই বড় খাল আজ নেই নামে মাএ খাল আছে তবে সরু আগের মতো বড় নৌকা চলে না।
গত দুই যুগে থেকে এই খাল ভূমিদস্যুরা ভরাট করে দোকানপাট এমন কি বাড়ি পর্যন্ত তৈরী করে ফেলেছে যা যতোটুকু অবশিষ্ট ছিলো তাও গত পাঁচ বছরে দখল হয়ে এমন অবস্থা হয়েছে নৌকাতো দূরের কথা সামান্য বৃষ্টির পানি যাওয়ার কোন উপায় রাখে নি খাল দস্যুরা। বিশেষ করে মাইজদি বাজার হয়ে পুরাতন কলেজ থেকে।
ছডান নামক জায়গা হতে শুরু করে রাজগঞ্জ বাজার হয়ে ছয়ানি বাজার পর্যন্ত প্রায় পনেরোটি অংশে বড় ধরনের দখন হয়ে গেছে এবং হচ্ছে।
কারা সরকারী খাল দখলবাজ?
গত দুই যুগ থেকে এখন পর্যন্ত যারাই দখল করে চলছে তারা কোন দলের নয় তারা ভূমিদস্যু।
তবে বিএনপি থাকতে বিএনপির লোকাল নেতা এবং চেয়ারম্যানকে ব্যবহার করে দখল করেছে।
এখন আওয়ামীলীগের লোকাল নেতা এবং বর্তমান চেয়ারম্যান রাজগঞ্জ-ছয়ানি দুই ইউনিয়নের তাদের সরাসরি সহযোগীতায় সাথে সরকারী ভূমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরাও খাল দখলে জড়িত।
রাজগঞ্জ ইউনিয়নে স্থানীয়দের সাথে কথা বলে যে দখলবাজ সিন্ডিকেটের নাম ঘুরে-ফিরে আসে তার মূল #পৃষ্ঠপোষক–
১/বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান।
২/ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উকিল মাসুদ।
৩/ ইউনিয়নের ভূমি কর্মচারীগন।
আর দখল করছে অসৎ উপায়ে কিংবা মাদক বিক্রি করে নব্য টাকা হয়েছে এমন বেয়াদপদের তথাকথিত লোকজন।
পরিশেষে আমি এই ঐতিহ্যবাহী খালটি পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগন জেলার ডিসি মহোদয় ও এডিসি মহোদয় (ভূমি) এবং বেগমগঞ্জ উপজেলার
মাননীয় এমপি কিরন ভাই এবং চেয়ারম্যানের বাদশাহ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি,,
যেন এই জনগুরুত্তপূর্ন খালটি রক্ষা পায় এবং বর্তমানে যারা খালের উপর বহুতল ভবন নির্মাণকাজ করছে তা বন্ধ করে দেওয়া হয়।
Leave a Reply