জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 679 বার
দুর্নীতির দায়ে কারাবন্দী খালেদা জিয়ার এবারের ঈদ কেটেছে পরিবারের সদস্যদের সঙ্গে । বুধবার ঈদের দিন বেলা ১টায় তার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান পরিবারের সাত সদস্য।
তারা হলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং প্রয়াত আরাফাত রহমানের শাশুড়ি মোখরেমা রেজা।
পরিবারের এই সাত সদস্য বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আগেই দেখা করার অনুমতি পেয়েছিলেন।
স্বজনরা খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যান। সেখানে ছিল মুরগির রোস্ট, রেজালাসহ ভাজা মাছ। সঙ্গে ছিল দুধ-সেমাই ও মিষ্টি। সাক্ষাৎ শেষে পৌনে ৩টায় হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বজনরা।
বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ষষ্ঠ তলায় রয়েছেন খালেদা জিয়া। তার পাশের কক্ষে আছেন ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।
নিয়ম অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। জানা গেছে, ঈদের দিন সকালে খালেদা জিয়াকে দেয়া হয়েছে পায়েস, সেমাই ও মুড়ি। এসবই ঢাকা কেন্দ্রীয় ( (কেরানীগঞ্জ) কারাগারের কারারক্ষীদের তৈরি। তবে অন্যান্য কয়েদির মতো নয়, তার খাবার তৈরি হবে চিকিৎসকের পরামর্শ ও ডায়েট চার্ট অনুযায়ী।
Leave a Reply