জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।বৃষ্টি বিঘ্নিত সকালে জাতি ও মুসলিম উম্মাহ্’র শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় সম্পন্ন হয়েছে।
এ নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত হয়। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।