জৌতিষ পরামর্শ | তারিখঃ মে ২৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1443 বার

এরা সব সময় বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কাটাতে ভালবাসেন ।এদের টাকাপয়সা, স্বচ্ছলতা এবং দায়িত্ব নেওয়ার বিষয়ে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। এরা আলোচনার কেন্দ্রে থাকতে ভালবাসেন। তাই সব সময় আত্মসমীক্ষার প্রয়োজন যাতে বুঝতে পারেন আদৌ কাজের কাজ কিছু হচ্ছে না কি শুধুমাত্র অহংবোধ তৃপ্ত হচ্ছে।
চরিত্রের ভাল দিক: এরা বন্ধুপরায়ণ এবং সামাজিক।এদের মস্তিষ্ক এবং অনুভূতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণথাকে ।এরা অন্তর্জ্ঞানী এবং সৃজনশীল।
চরিত্রের খারাপ দিক: অতিরিক্ত কথা বলেন এবং প্রয়োজনের থেকে বেশিই আশাবাদী।
অধিপতি গ্রহ: বৃহস্পতি
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ রত্ন: পীত পোখরাজ
শুভ রং: স্যাফরন এবং মভ
Leave a Reply