২০১৯ এর মেট গালা আয়োজনে হাজির হয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে মেমে ফেস্টের অংশ হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেটা হয়েছেন নিজের ভিন্নরকম অদ্ভুত সাজের জন্য।

কিন্তু সেই মেমে যে এই পর্যায়ে যাবে তা মনে হয় ভাবতে পারেনি কেউই। সম্প্রতি বিজেপির এক নারী নেত্রীকে আটকও করা হয়েছে এই মেমের কারণেই। কারণ প্রিয়াঙ্কার ওই লুকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বিকৃত ছবি প্রকাশ করেছেন তিনি।

দাশনগর পুলিশ স্টেশনে প্রিয়াঙ্কা শর্মা নামে ওই বিজেপি অ্যাক্টিভিস্টের নামে অভিযোগ দায়ের করা হয়।তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করা ও ছড়ানোর অভিযোগ তোলা হয়। এবং সম্প্রদায়ের নীতিমালা ভঙ্গনের অভিযোগ তোলা হয়।