পাঁচ বছর পর সোমবার থেকে আবার ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওইদিন বিকেল ৩টায় ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। তার আগে দুপুর দেড়টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এর মাধ্যমে এখন ওই রুটে শুধুমাত্র বিমানের ফ্লাইটই সরাসরি চলাচল করবে। এর আগে এয়ার ইন্ডিয়ার ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট থাকলেও এখন তা বন্ধ আছে। আর পুরোপুরি বন্ধ আছে রুটটিতে ফ্লাইট পরিচালনা করা জেট এয়ারওয়েজ।

নতুন যাত্রায় সপ্তাহে তিনদিন- শনি, সোম এবং বৃহস্পতিবার- ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালাবে বিমান। বিকেল ৩টায় ঢাকা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছাবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে। ফিরতি পথে দিল্লি থেকে বিমানের ফ্লাইট বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রওনা হবে।

নতুন এ রুটটিতে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রী পরিবহন করবে বিমান।

১৯৮০ সাল থেকে বিমান ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করলেও ২০১৩ সালে তা বন্ধ হয়ে যায়। এখন রুটটিতে এককভাবে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।