জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ মে ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 594 বার
রাজবাড়ীর পাংশায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ধ্বংস করেছে আড়াইশ মণ ভেজাল গুড়। এ সময় কারখানা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নামবিহীন ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৫০ মণ ভেজাল গুড় এবং গুড় তৈরির কাজে ব্যবহার করা বিভিন্ন প্রকার ক্ষতিকর রাসায়নিক রং, চক পাউডার, ফিটকিরি ও চিনি জব্দ করে। পরে জব্দ করা ভেজাল গুড় ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং কারখানা মালিক তাপস কুমার পালের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, পাংশা
উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, তাপস পালের কারখানার সব গুড়েই ভেজাল। তার কারখানা থেকে ২৫০ মণ ভেজাল গুড় উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply