পটুয়াখালীর গলাচিপা থেকে দুই ভুয়া র‌্যাবকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের একটি মাছের আড়ৎ থেকে তাদের আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটককৃতরা হলেন-মো. জাকির হোসেন ও জিল্লুর রহমান জুয়েল । তাদের বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা, মোবাইল সেট এবং একাধিক সংগঠনের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান রাত সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলন করে জানান, আটককৃত জাকির হোসেন ও জিল্লুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার ও র‌্যাব পরিচয়ে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করে আসছিল।

তিনি বলেন, মঙ্গলবার তারা র‌্যাব পরিচয় দিয়ে উপজেলার মৎস্য ব্যবসায়ী চান মিয়া, হেলাল ও মজিবুল গাজীর কাছে মোটা অংকের অর্থ দাবি করে। ওইদিন তাদের ১০ হাজার টাকা দিয়ে বিদায় করলে পুনরায় বুধবার তাদের কাছে টাকা আনতে যায় জিললুর ও জাকির।

এসময় ভুক্তভোগীরা র‌্যাব-৮ কে অবহিত করে তাদের টাকা দেয়ার কথা বলে বসিয়ে রাখেন। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।