দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

রোববার গভীর রাতে উপজেলার নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সী (৩৯)চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আ.ন.ম ইমরান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় নশরতপুর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সীকে আটক করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হারুন সংগঠনের চাঁদা ও সদস্য সংগ্রহের কাজে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে। হারুন জানিয়েছে, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় জেএমবির সাংগঠনিক তৎপরতা রয়েছে এবং সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

হারুনের বিরুদ্ধে নীলফামারী সদর ও সৈয়দপুর থানায় দুটি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অন্য জঙ্গিদের আটক করতেও র‌্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে।