অন্যান্য, অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ২১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1291 বার
দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের নুর হোসেন এ্যাপোলো (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা যায়, গতকাল ২০ শে এপ্রিল (শুক্রবার )দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১টায় জোহানেসবার্গের সোয়েটা এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও এছাকে মেস্ত্রী বাড়ির হাবিব উল্যাহ চৌধুরীর ছেলে নুর হোসেন এ্যাপোলো তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে বাসায় ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের গুলিতে সাথে সাথে অ্যাপোলো লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর হোসেন এ্যাপোলো এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে ,বর্তমানে নিহতের মরদেহ দক্ষিন আফ্রিকার স্থানীয় হাসপাতাল মর্গে রাখা আছে এবং মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।
Leave a Reply