জাতীয় স্বদেশ | তারিখঃ এপ্রিল ১৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 862 বার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে রাজধানীর টিকাটুলির রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নপত্রে ছবি। বুধবার (১৭ এপ্রিল) নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে পর্ণতারকা সানি লিওন ও মিয়া খলিফা এবং অপ্রাসঙ্গিক সম্ভাব্য উত্তর দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়।
নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নের ৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির ভেঁপু- কার রচিত?’ সম্ভাব্য চারটি উচ্চরের মধ্যে রয়েছে সানি লিওনের নাম।
প্রশ্ন নম্বর ২১-এ জানতে চাওয়া হয়েছে- ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মিয়া খলিফার নাম। তবে সেখানে বানান ভুল। নামটি লেখা হয়েছে ‘মিয়া কালিফা’।
এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার ফেসবুক ব্যবহার না করায় বিষয়টি আগে জানতে পারেননি জানিয়ে বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে’।
বিদ্যালয়ের এই সমালোচিত প্রশ্নপত্রটি তৈরি করেন বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ‘এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না’।
Leave a Reply