জি এম কাদেরকে আবার জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন এইচ এম এরশাদ। অব্যাহতি দেওয়ার ১২ দিনের মাথায় আজ বৃহস্পতিবার রাতে এক ‘সাংগঠনিক নির্দেশে’ জি এম কাদেরকে পুনর্বহাল করেন জাপার চেয়ারম্যান এরশাদ।
সাংগঠনিক নির্দেশে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ /১-ক ধারা মোতাবেক তাঁকে এ নিয়োগ প্রদান করা হলো, যা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হলো।
দলকে সংগঠিত করতে না পারার ‘অপরাধ’ এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিরোধের কারণ দেখিয়ে গত ২২ মার্চ মধ্যরাতে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়েছিলেন এরশাদ। পরের দিন তাকে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেন। উপনেতা পদে বসান স্ত্রী রওশন এরশাদকে।

জিএম কাদেরকে পদ ফিরিয়ে দিতে কিছুদিন ধরেই জাপায় অস্থিরতা চলছে। গত বুধবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে দলটির একাংশ। তবে এর আগের দিনই ভাবী রওশনের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেন দেবর জিএম কাদের। তারা দু’জনেই দাবি করেন জাপায় বিভেদ নেই। দেবর-ভাবী সম্পর্কোন্নয়নের খবরের মধ্যেই পদ ফিরে পেলেন জিএম কাদের। দলের পদ ফিরে পেলেও উপনেতার পদে রওশন এরশাদই থাকছেন। তবে এরশাদের অসুস্থতার কারণে চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদেরই পালন করবেন বলে দলটির সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, জি এম কাদেরকে স্বপদে ফেরাতে রংপুরসহ বিভিন্ন স্থানে জাপার নেতা-কর্মীদের প্রতিক্রিয়ার মুখে এরশাদ তাঁর অবস্থান পরিবর্তন করেন।