জৌতিষ পরামর্শ | তারিখঃ এপ্রিল ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2633 বার
চন্দ্র ও বৃহস্পতি: গজকেশরী যোগ বলা হয় এই যোগকে । এই যোগে জাতক জাতিকা অনেক ধন সম্পদ উপার্জন করে এবং তা নিরাপদ সঞ্চয় রাখতে চেষ্টা করে। এরা আজীবন পিতা মাতার আশ্রয় ও সমর্থন পেয়ে থাকে।
রবি ও বৃহস্পতি: এই দ্বিযোগে জাতক জাতিকারা উচ্চপদে কাজ করে নানা ভাবে সরাকারি অর্থ উপার্জন করে থাকে।
চন্দ্র ও মঙ্গল: এই দ্বিগ্রহ যদি দশম বা একাদশ ভাবে অবস্থান করে, তবে জাতক জাতিকা প্রচুর ধন সম্পদের মালিক হয় । কিন্তু জাতক জাতিকা খুব লোভী হয়।
শনি ও বৃহস্পতি: এই দ্বিগ্রহ যোগ জাতক জাতিকার বিবাহের পর আর্থিক স্বছলতা বৃদ্ধি করে।সততা শিক্ষা দেয় জাতক জাতিকাকে।
মঙ্গল ও শুক্র: এই দ্বিগ্রহ যোগে জাতক জাতিকা বিবাহসূত্রে ধন লাভ বোঝায়।
মঙ্গল ও শনি: এই দ্বিযোগে অন্যায় পথে অনেক অর্থ উর্পজ্জন করে জাতক জাতিকারা।
মঙ্গল ও রবি:এই দ্বিযোগে জাতক জাতিকারা রাজকোষ থেকে অর্থ, ধনসম্পদ ও উপঢৌকন পায়। উচ্চ রাজপদ পায়। অনেকের জমিদারী থাকে।
শুক্র ও বৃহস্পতি: এদের বাইরে থেকে ধনী মনে হয়, বাস্তবে অতটা ধনী নয়। জাতক জাতিকারা অর্জিত অর্থ সঞ্চয় করতে পারে না এই দ্বিযোগে।
Leave a Reply