সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আগে হত্যাকারীদের অনেকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক কলামে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একাধিক কর্মকর্তার সাক্ষাৎকার উদ্ধৃত করে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তু্রস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার আগে কিলিং মিশনে অংশ নেয়াদের অনেকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঐ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বছরের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।