জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, সকাল ৮টা ২৫ মিনিটে পাশের শপিং সেন্টারের ৩য় তলার আগুন প্রথমে নিয়ন্ত্রণ করা হয়।এরপর কাঁচাবাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।
এর আগে আগুনের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছিল। তবে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply