প্রায় বন্ধ হয়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার খুলতে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য। বাংলাদেশ থেকে কর্মী নিতে গতকাল বুধবার বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আমিরাত। ১৯টি খাতে বাংলাদেশি কর্মী নেবে আরব আমিরাত এবং সর্বনিম্ন মাসিক বেতন ৬০০ ডলার (৫০ হাজার টাকা)। কাজের ও কর্মীর দক্ষতার ভিত্তিতে বেতন এর চেয়ে বেশি হতে পারে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলি ও বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. নমিতা হালদার এনডিসি।
সমঝোতা স্মারকে কর্মী নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার, সুযোগ-সবিধা, দায়িত্ব ও কর্তব্য, নিয়োগ চুক্তির বিধান নির্ধারণ করা হয়েছে। পৃথক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। আরব আমিরাতে কর্মীদের স্বার্থ রক্ষায় ২০১৭ সালের শ্রম আইন প্রযোজ্য হবে। সমঝোতা স্মারক বাস্তবায়নে উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি থাকবে।