যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে গোপন বৈঠকের জন্য পিয়ংইয়ংয়ে গিয়েছিলেন । সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সত্যি পরস্পরের মুখোমুখি হবেন, এমনটা বিশ্বাস করা বেশ কঠিন৷ কিন্তু এমন শীর্ষ বৈঠকের প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে৷ ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সূত্র অনুযায়ী, এপ্রিল মাসের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান মাইক পম্পেও গোপন সফরে উত্তর কোরিয়া গিয়ে সে দেশের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ ঠিক তার পরেই পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷
হোয়াইট হাউজ গোপন বৈঠকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে, যে খবর প্রথমে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়।
এদিকে, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, পম্পেও’র সফরের ওপর সরকারের মন্তব্য করা বেমানান।