জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ২০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 553 বার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলামকে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার।
ওই ঘটনার পর ওই এলাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় ওইদিনের মতো আন্দোলন শেষ করেন তারা।
এর পর রাতে সুপ্রভাতের দুর্ঘটনা ঘটানো বাসটির রুট পারমিট সাময়িক বাতিল করা হয়। গ্রেফতার করা হয় বাস চালক সিরাজুলকে। মঙ্গলবার রাতে নিহতের চাচা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।
এদিকে চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে রাজধানীর বিভিন্ন স্থানে বুধবারও বিক্ষোভ হয়েছে।
Leave a Reply