নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে একটি ট্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত নয় জন। শহরের পুলিশ বলছে, তারা এটি একটি সন্ত্রাসবাদী হামলা বলে সন্দেহ করছে।

এ ঘটনার জন্য পুলিশ ৩৭ বছর বয়সী এক তুর্কী গোকমেন টানিসকে খুঁজছে। তাকে দেখতে পেলে কেউ যেন তার দিকে না যায় – সেজন্যে পুলিশ সবাইকে সতর্ক করে দিয়েছে।

নেদারল্যান্ডসে স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ত্রাস দমন পুলিশ গোকমেন টানিসের সন্ধানে অভিযান চালাচ্ছে।
সন্ত্রাস দমন বিষয়ক সমন্বয়কারী পিয়েটার জাপ আলবার্সবার্গ বলেছেন, এটি যে একটি সন্ত্রাসবাদী হামলা সেই সন্দেহ তারা বাদ দিচ্ছেন না।

“এখনো অনেক বিষয় পরিস্কার নয়। সব তথ্য জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ জোরে-শোরে কাজ করছে।”

তিনি আরও জানান, গুলি চালানোর ঘটনা বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। তবে বিস্তারিত জানাননি কোন কোন জায়গা থেকে তারা গুলির খবর পেয়েছেন।