অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ মার্চ ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 973 বার
বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগে দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার কালিয়াপাড়া গ্রামের আ. রহমান কামারের ছেলে ছরোয়ার হোসেন কামার (২১) ও গাইবান্ধা সদর উপজেলার নশরতপুর গ্রামের মোকছেদুল সরকারের ছেলে মাহফুজুর রহমান সাদিক (১৭)। তারা গৌরনদীর একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের ছাত্র।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু ধর্ষণ আইনে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজন, বাদীর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ওই তিন ছাত্র গৌরনদী পৌর সদরের উত্তর বিজয়পুর মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়ির সামনে দিয়ে মাদ্রাসায় আসা যাওয়া করত ওই কিশোরী। তাকে ওই তিন ছাত্রের একজন উত্ত্যক্ত করত। গত জানুয়ারির মাঝামাঝি সময়ে ওই ছাত্র ওই কিশোরীর পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে নম্বর নেয়। পরে প্রায়ই ফোন করে বিরক্ত করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
মামলার এজাহারে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্র ফোন করে জ্বরের কথা জানায় এবং ওষুধ নিয়ে কিশোরীটিকে তাদের মেসে যেতে বলে। ওষুধ নিয়ে ওই কিশোরী মেসে গেলে দরজা বন্ধ করে দিয়ে তিন ছাত্র তাকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে। একই সঙ্গে তাদের কথামতো না চললে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এরপর গত ১১ ও ১৫ ফেব্রুয়ারি সেই ভিডিওর ভয় দেখিয়ে কিশোরীটিকে আরও দুইবার ধর্ষণ করে উত্ত্যক্তকারী ছাত্রটি। বিষয়টি জানাজানি হলে তিন আসামি ওই বাড়ি ছেড়ে গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে আরেকটি বাড়ি ভাড়া নিয়ে চলে যায়। এ বিষয়ে কিশোরীটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে তারা থানায় যাওয়ার পরামর্শ দেন।
ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রী জানান, কয়েকদিন আগে সাওন অসুস্থতার কথা বলে গৌরনদীর উত্তর বিজয়পুরস্থ প্রবাসী মাহাবুর রহমানের (জান্নাত মঞ্জিলে) ভাড়া বাসায় ডেকে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর তার ওপর দুই সহযোগীকে নিয়ে পালাক্রমে তিনজন মিলে ধর্ষণ করে। এরপর ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় মেয়েটিকে ধর্ষণ করে আসছিল তিন ধর্ষক।
আজ সোমবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় সাজ্জাদ হোসেন শাওন (১৯), ছরোয়ার হোসেন কামার (২১) ও মাহফুজুর রহমান সাদিককে (১৭) আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার মো. আসাদুজ্জামান খান জানান, ওই ছাত্রীর মা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছরোয়ার হোসেন কামার ও মাহফুজুর রহমান সাদিককে গ্রেফতার করেছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে। দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে এবং ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে



Leave a Reply